টপ নিউজ

জুলাই সনদ-ঘোষণাপত্রের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

               

  প্রতিনিধি ৩১ জুলাই ২০২৫ , ৮:২৭:৩৫ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :

জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের একাংশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল দশটা থেকে তারা মোড়ে অবস্থান নেন।

দুপুর একটায় তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে নিতে দেখা যাচ্ছে।
অবরোধকারীরা জানিয়েছেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

আন্দোলনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, আমাদের এই কর্মসূচি আমাদের দাবি না মানা পর্যন্ত চলবে। আমরা রাষ্ট্রের সাথে বার বার আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্র বার বার আমাদের সাথে তালবাহানা করেছে। এখন আমাদের কোন প্রতিশ্রুতি দিয়েও কাজ হবে না, সব প্রতিশ্রুতির বাইরে যেয়ে আমাদের জুলাই সনদ আর ঘোষণাপত্র দিতে হবে। নইলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।

আহত আন্দোলনকারী নাজির আহমেদ খান বলেন, আমরা রক্ত দিয়েছি, আমরা আর রক্ত দিতে ভয় পাই না। যারা স্বৈরাচারকে হঠাতে জীবন দিয়েছে, তারা জাতির সূর্যসন্তান। আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না। গুম বা হত্যার ভয় দেখিয়ে লাভ নাই। ১৭টা বছর সব রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। কিন্তু এই জাতির সূর্যসন্তানরা যখন রাস্তায় নেমে এসেছে তখন হাসিনা এক মাসের মাথায় পালাতে বাধ্য হয়েছে।

আরেক আন্দোলনকারী মো. বাবু ইসলাম বলেন, আমাদের জুলাইযোদ্ধার কার্ড দেওয়া হয়েছে। আমরা জুলাইযোদ্ধার কার্ড দিয়ে কি করবো? আমাদের আহত ভাইয়েরা হাসপাতালে গেলে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। স্বাস্থ্যকার্ড দিয়ে আমাদের মূলা ধরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের জুলাই সনদ দেওয়া হোক। নইলে পরের কোনো সরকার আমাদের যেকোনো সময় মামলা-হামলা করতে পারে। আমরা সে ঝামেলায় পড়তে চাই না।

আরও খবর

Sponsered content