প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ৫:২৪:১২ প্রিন্ট সংস্করণ
এ জেড আল মুজাহিদ কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসন কিশোরগঞ্জের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে শহীদ সোহেল রানা স্বরনে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
উদ্বোধনী কর্মসূচিটিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব মুফতি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, খেলাফত মজলিসের জেলা সাধারন সম্পাদক মাও, এমদাদুল্লাহ, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভি চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।