প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ৩:৩৮:২০ প্রিন্ট সংস্করণ
আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে গতকাল শুক্রবার বিকালে (১৮/৭/২৫)তারিখে কেশবপুর উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি,আসকস বাংলাদেশ, সেনা,নৌ,ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক দ্বারা পরিচালিত সংস্থার কেশবপুর পৌর রোডে ক্যাডেড কোচিং সেন্টারে অবসরপ্রাপ্ত সেনা। নৌ,বিমানবাহিনীর সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। উক্ত আলোচনা পরিচালনা করেন। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হায়দার আলি অবঃ,সঞ্চালনায় ছিলেন সার্জেন্ট মোঃআব্দুল জলিল,।
উক্ত মিটিংয়ে সবার মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিতহন ওয়ারেন্ট অফিসার মোঃ আরশাদুল ইসলাম অবঃ,
সাধারণ সম্পাদক নির্বাচিত হন সার্জেন্ট মোঃআব্দুল জলিল অবঃ,অর্থসম্পাদক নির্বাচিত হন কর্পোঃমোঃ ইসমাইল অবঃ,
সহকারী অর্থসম্পাদক কপোঃমোঃ রুহুল আমিন,
যুগ্ম সম্পাদক নির্বাচিত হন সার্জেণ্টঃমোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সার্জেণ্টঃমোঃ আব্দুল আহাদ আলী, প্রচারসম্পাদক, সার্জেণ্টঃমোঃমিজানুর রহমান, যুগ্ম প্রচার সম্পাদক কর্পোঃমোঃ শহিদুল ইসলাম, আইন বিশায়ক সম্পাদক সার্জেণ্টঃমোঃরুহোল কুদ্দুস, ধর্মবিষয়ক সম্পাদক কর্পোঃমোঃআঃ সবুর, তর্থ্য বিষয়ক সম্পাদক কর্পোঃমোঃ আব্দুল খালেক,
নির্বাচিত সভাপতি ওয়ারেন্ট অফিসার মোঃ আরশাদুল ইসলাম
উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, যে সকল সদস্যগণ এই মিটিংয়ে যোগদান করতে পারেন নাই সে সকল সদস্যগণ আগামী মিটিংয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ।।
উক্ত কমিটি যশোর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যান সোসাইটি,অসকস বাংলাদেশ এর সভাপতি মোঃ বাবর অনুমোদন করেন এবংএক কপি ঢাকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়ে দেন।