প্রতিনিধি ১৯ জুলাই ২০২৫ , ৭:১৬:৪০ প্রিন্ট সংস্করণ
জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় জমিজমা বিরোধের জেরে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ নামে দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে এজাহারভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে নিহত জাহাঙ্গীর শেখের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে লেহাগড়া থানায় মামলা করেন। এতে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।
শনিবার (১৯ জুলাই) সাড়ে ১১ টায় লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার বাহিরপাড়া গ্রামের কাওছার শেখের ছেলে মোঃ কবির শেখ ও একই গ্রামের মোঃ সিরু শেখের ছেলে মোঃ সোহান শেখ।
নিহত জাহাঙ্গীর শেখের ছেলে আনোয়ার হোসেন শেখ বলেন, আমার বাবা ও ভাইকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামীরা। আমার বাবা ও ভাইয়ের হত্যাকারিদের দ্রুত বিচারের দাবি জানাই।
লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, নিহত জাহাঙ্গীর শেখের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখের হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) সকালে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ ওই বিরোধপূর্ণ জমিতে কাজ করার সময় প্রতিপক্ষ মোঃ মান্দার শেখের সহযোগীরা ধারালো অস্ত্রে দিয়ে জাহাঙ্গীর ও তার ছেলে নাহিদকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর শেখ এবং গুরুতর আহত নাহিদ শেখকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সড়ক পথে ঢাকা পাঠানো হলে বুধবার (১৬ জুলাই) বিকেলে তিনি মারা যান।