রাজনীতিতে আমরা মেধাবীদের সমাহার করতে চাই : আমান উল্লাহ আমান - Nobboi News 24 | Nobboi News 24 |
রাজনীতি

রাজনীতিতে আমরা মেধাবীদের সমাহার করতে চাই : আমান উল্লাহ আমান

               

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২৮:৩৮ প্রিন্ট সংস্করণ

 

উজ্জল হোসেন :

বিএনপির চেয়ার্পানের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, রাজনীতির সমস্ত ক্ষেত্রে আমরা মেধাবীদের সমাহার করতে চাই;  যারা দেশ ও জাতি গঠনে অনেক দূর চিন্তা করবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন এর আয়োজনে ১৫টি মাঠকে ভেন্যু করে অনুষ্ঠিত কেরানীগঞ্জ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণের বাইরে এনে নতুনভাবে এর উন্নয়নে কাজ করতে হবে। দেশের স্বাস্থ্য ও আত্মরক্ষায় ফুটবল খেলা প্রতিযোগিতার মতো অন্যান্য খেলাধুলা যেমন : ক্রিকেট ও হকির সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে। ভবিষ্যতে কেরানীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়েও পর্যাপ্ত খেলার মাঠ, ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পায়। খেলাধুলা তরুণদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এবং অপরাধপ্রবণতা কমায়। যেখানে খেলার মাঠ ও গ্রন্থাগার বেশি থাকে, সেখানে অপরাধের হার তুলনামূলকভাবে কম হয়।

তিনি আরো বলেন, দেশে খেলার মাঠ কমে যাচ্ছে। ভবিষ্যতে সুযোগ পেলে পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করা হবে। এছাড়া, উপজেলা পর্যায়ে অন্তত একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠা করা হবে। উপজেলা পর্যায়ে সুযোগ-সুবিধা বাড়ানো গেলে সেখান থেকে অনেক মেধাবী খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে আসবে।

আরও খবর

Sponsered content