প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৭:২৫:১৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
শনিবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর খাস রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির জয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত। এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ।
জোট করার ইঙ্গিত দিয়ে জামায়াত আমির বলেছেন, যারা জামায়াতকে পছন্দ করেন, ভালোবাসেন এবং জামায়াত যাদের পছন্দ করে, তাদের নিয়েই আগামীতে ৩০০ আসনে নির্বাচনের আশা করি।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের জেল-জুলুম, নির্যাতন সহ্য করেছেন জামায়াত নেতাকর্মীরা। অনেকেই জীবন দিয়েছেন। তাদের ত্যাগ-কুরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না। বিনয়ী হতে হবে। জনগণের সেবক হতে হবে।
জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে দিনব্যাপী অধিবেশনে ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬ শীর্ষক’ বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেলমিয়া গোলাম পরওয়ার। দারসুল কোরান পেশ করেন সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম। অধিবেশনে মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্যসহ সারাদেশ থেকে নির্বাচিত শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।