রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে নেতাকর্মীদের ঢল

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৫ , ৪:২১:১২ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা: সাত দফা দাবি তুলে ধরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতের নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন। শনিবার ভোর থেকে নামতে থাকে তাদের ঢল।

সকালে সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায় দেখা গেছে জামায়াতের নেতাকর্মীদের সরব উপস্থিতি। উদ্যানজুড়ে ছিল পদচারণা আর স্লোগানে মুখর পরিবেশ।

সরেজমিনে দেখা গেছে, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল ও মৎস্যভবন এলাকা থেকে বড় বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন। অনেকের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। কারও গায়ে ছিল সাদা গেঞ্জি, যাতে লেখা— ‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।

আরও খবর

Sponsered content