প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৫ , ৪:৩৭:২৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক ডাকসু ভিপি সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ঘোষণার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের পর আজ বিএনপি আবার জনগণের কাছে ফিরে এসেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৬ বছর কারাবরণ করেছেন, আমিও বারবার নির্যাতনের শিকার হয়েছি। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে রয়েছে। জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারেনি, এবারও পারবে না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান, সাভার উপজেলা বিএনপির সভাপতি জমাল উদ্দিন সরকার, এবং সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, প্রমুখ।