প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৯:২৬ প্রিন্ট সংস্করণ
নব্বইনিউজ ডেস্ক :
ঢাকার অভিজাত এলাকা জলসিঁড়িতে আধুনিক আবাসন শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করল চৌধুরীজ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক জমকালো ‘গ্রাউন্ডব্রেকিং সেরিমনির’ মধ্য দিয়ে এই ব্যতিক্রমী আবাসন প্রকল্পের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
শুধু আবাসন নয়, আধুনিক জীবনযাত্রা ও প্রকৃতির সৌন্দর্যের সমন্বয়ে সাজানো হয়েছে এই প্রকল্প। জলসিঁড়ির প্লট-১০, রোড-৪১৩, সেক্টর-৭–এ অবস্থিত ‘চৌধুরীজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাউনফিল্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আব্রাহাম লিংকন, ব্যবস্থাপনা পরিচালক মো. সজীব হাসান, পরিচালক মো. জাহিদ হোসেন ও মো. আল মামুন। এছাড়া প্লট মালিক লেফটেন্যান্ট কর্নেল সায়েম চৌধুরী ও তার পরিবারের সদস্যরা এতে যোগ দেন।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান আব্রাহাম লিংকন বলেন, “চৌধুরীজ’-এর মাধ্যমে আমরা মানুষের স্বপ্নের আবাসনের বাস্তব রূপ দিতে চাই। এখানে থাকবে সর্বাধুনিক সুবিধা, কঠোর নিরাপত্তা ও সবুজে ঘেরা পরিবেশ, যা বাসিন্দাদের জীবনে শান্তি ও স্বস্তি এনে দেবে।”।
ব্যবস্থাপনা পরিচালক সজীব হাসান বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সর্বোচ্চ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্প সম্পন্ন করা হবে। এখানকার বাসিন্দারা আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা উপভোগ করবেন।”
এছাড়াও পরিচালক মো. জাহিদ হোসেন এবং মো. আল মামুন এই প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা জানান, এই ভবনের বাসিন্দাদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর, নিরাপদ ও আধুনিক লিফট এবং বিদ্যুৎ সংযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। কারন আমরা চাই আপনাদেরকে একটি আধুনিক ও নিরাপদ আবাসস্থল উপহার দিতে।
অনুষ্ঠানে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্লট মালিক লেফটেন্যান্ট কর্নেল সায়েম চৌধুরী। তিনি অতি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করার জন্য ব্রাউনফিল্ড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডকে ধন্যবাদ জানান।
চৌধুরীজ’ প্রকল্পটি পরিবেশবান্ধব ডিজাইন এবং আধুনিক স্থাপত্য শৈলীর এক অনন্য উদাহরণ। প্রকল্পের পাশেই থাকবে সবুজে ঘেরা খোলা জায়গা, যা ভবনের বাসিন্দাদের জন্য এক মনোরম পরিবেশ নিশ্চিত করবে। এছাড়াও, আন্তর্জাতিক মানের উন্নত ফিটিংস এই আবাসনের প্রতিটি কোণকে আরও নান্দনিক করে তুলবে।