জেলার খবর

বিএসএফ কর্তৃক ৮ বাংলাদেশি পুশ ইন, বিজিবির হাতে আটক

               

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৫ , ৭:৫৩:১৫ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও:
দিনাজপুরের ফকিরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করার পর বিজিবি তাদের আটক করেছে।
বুধবার (১৩ আগস্ট) ভোররাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪২/এমপি বরাবর এ ঘটনা ঘটে।
বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪২ বিজিবি।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, পাঁচজন নারী ও দুই শিশু রয়েছে। তারা হলেন—যশোর জেলার কোতয়ালি থানার কোদালে বটতলা গ্রামের, মো. হোসেন শেখ (১৩), মো. হাসনেন শেখ (১২), সাবানা শেখ (৪৫), মোছা. মিনু বেগম (৪৮), জামালপুর জেলার মেলানদাহ থানার চড়পাড়া গ্রামের মোছা. মনোয়ারা বেগম (৬০), মো. সালমান (২৮), মোছা. আছিয়া (২৫), নেত্রকোনা জেলার আটপাড়া থানার বিষ্ণুপার গ্রামের মোছা. জোসনা আক্তার (৩১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা ১৬ মাস থেকে ১৫ বছর আগে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের সন্ধানে। প্রায় ৮-১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেফতার করে এবং গত ১২ আগস্ট সীমান্ত এলাকায় নিয়ে আসে।
নাগরিকত্ব যাচাই শেষে আটক ব্যক্তিদের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাটির প্রতিবাদে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এসব অপরাধ প্রতিরোধে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content