আবহাওয়া

ঢাকার আবহাওয়া থাকবে শুষ্ক

               

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ৪:২২:০৩ প্রিন্ট সংস্করণ

 

নব্বইনিউজ ডেস্ক :

ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও খবর

Sponsered content