স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা - Nobboi News 24 | Nobboi News 24 |
আইন-আদালত

স্ত্রীসহ সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

               

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৬:২১:১৭ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :

আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৪ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণ, অপরাধমূলক অণচরণ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ উপার্জনপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট বিকাশ কুমার সাহা এবং তার স্ত্রী লিপিকা ভদ্র সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থ দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তক্রমে স্বাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

আরও খবর

Sponsered content