প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৩৭:২০ প্রিন্ট সংস্করণ
উজ্জল হোসেন :
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও জননেতা আমান উল্লাহ আমান দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর ) তিনি কেরানীগঞ্জের একাধিক এলাকায় পূজা আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি বলেন,
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। আমি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।” কিন্তু একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায়
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরে বলেন,
“বর্তমান সময়েও সকল ধর্ম-বর্ণের মানুষের মিলেমিশে বসবাস করাই বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”
তিনি আরও জানান,
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা পূজা মণ্ডপগুলোতে তিন শিফটে পাহারা দিচ্ছেন, যাতে পূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন,
“আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। ব্যারিস্টার অমির নেতৃত্বে ঢাকা-২ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
পূজা উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।