প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২৫:০৮ প্রিন্ট সংস্করণ
উজ্জল হোসেন :
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, “দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপিকে জনগণের পাশে দাঁড়াতে হবে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের ভূমিকাকে আরও শক্তিশালী করতে হবে।”
রবিবার (২৮ সেপ্টেম্বর) নরন্ডী আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, রাস্তার দুই পাশে গাছ লাগাতে হবে। তিনি সৌদি বাদশার আমন্ত্রণে সৌদিতে গিয়ে নিজ হাতে নিম গাছ রোপণ করেছিলেন। আজ সৌদিতে সেই গাছ ‘জিয়া গাছ’ নামে পরিচিত। তাঁর এই দূরদৃষ্টি ও পরিবেশ সচেতনতা আমাদের অনুপ্রেরণা হওয়া উচিত।”
রাজনীতিতে মেধাবী ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, “রাজনীতির প্রতিটি ক্ষেত্রে আমাদের এমন মানুষদের সমাবেশ ঘটাতে হবে, যারা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারে।”
তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরই দেশের হাল ধরতে হবে। পরিবেশ রক্ষায় প্রতিটি বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগাতে হবে। গাছ শুধু সৌন্দর্যই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
বক্তারা বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব কর্মসূচিকে রাজনৈতিক দলের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।