প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৬:২২:৩৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভসচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয়ে কেন্দ্রীক সংযুক্ত পরিষদ।
পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয়ে কেন্দ্রীক সংযুক্ত পরিষদ।
রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন।
তারা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করেন। এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হন। এর আগে তারা বাতামতলায় জড়ো হন।
দাবিগুলো, পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা, সঞ্জীবণী প্রশিক্ষণ ১০ দিনের জন্য করা, সঞ্জীবণীর ভাতা ২০ হাজার টাকা করা, পরিবারের ছয়জনের রেশন চালু করা ইত্যাদি।
সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ নেতারা বক্তব্য দেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. মোরশেদ বক্তব্য দেন।