‘তুমি সত্যিই জিতেছো’ বিয়ের পর ফারিয়াকে পিয়া জান্নাতুল - Nobboi News 24 | Nobboi News 24 |
বিনোদন

‘তুমি সত্যিই জিতেছো’ বিয়ের পর ফারিয়াকে পিয়া জান্নাতুল

               

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৫ , ৭:২৮:৪৪ প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক :

আবারও বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গণমাধ্যমে বিয়ের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের পর সামাজিকমাধ্যমে নেটিজেন থেকে শুরু করে শবনমের কাছের মানুষেরা অভিনন্দন জানিয়েছেন তাকে।

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলও এক পোস্টে ফারিয়াকে অভিনন্দন জানান।

ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, ফারিয়ার প্রতি কী সম্মান দেখায় তানজিম। তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে। ’

তিনি আরও বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত। ’

বলে রাখা যায়, শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

আরও খবর

Sponsered content