জেলার খবর

সাতকানিয়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও এতিমদের খাবার বিতরণ

               

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৫ , ১১:২৯:৩৯ প্রিন্ট সংস্করণ

 

রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে সাতকানিয়া পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

১৬ আগস্ট (শনিবার) দুপুরে সাতকানিয়া পৌরসভাধীন আলিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানায় প্রথমে দেশনেত্রীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপি নেতা নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপি নেতা মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা এস এম সালাউদ্দিন, নাছির উদ্দিন, আবুল হোসেন, জামাল হোসেন ও দিদারুল হক বাপ্পি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা এম এ রহিম, নাজির বাদশা, শহিদ ফকির, কাশেম, তৌহিদ এবং মাহাবুর রহমান।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এ মোমেন, দিদারুল ইসলাম ও মোজাম্মেল হক; উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট যুবদলের সদস্য সচিব শহিদুল্লাহ ও সদস্য নুরুল আবছার; উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের নেতা আহাম্মদ হোসেন; উপজেলা যুবনেতা জামাল হাকিম; জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবুল হোসেন; পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিনসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শেফায়েত উল্লাহ চক্ষু বলেন, “১৭ বছরের মুক্তির সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক হিসেবে বারবার কারাবরণ করেছেন। তার সুদৃঢ় নেতৃত্ব দেশের নির্যাতিত জনগণের মুক্তির প্রধান হাতিয়ার।”

আরও খবর

Sponsered content