জেলার খবর

লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

               

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৫ , ১২:১৪:০৬ প্রিন্ট সংস্করণ

 

রাজিয়া সুলতানা, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন  উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১ টায় লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণ থেকে একটি  মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। জন্মাষ্টমী উদযাপন পর্ষদের আহবায়ক তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব রূপক মুখার্জি’র সঞ্চালনায় আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা  বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।

মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আহবায়ক মিলন ঘোষ, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক মো: মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটু,  সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি রতন চক্রবর্তী,  পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মো: মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরী।

পরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content