রাজনীতি

রাজধানীর পুরান ঢাকায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

               

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৫ , ১১:০৮:০৩ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :

আজ সকাল ৯ ঘটিকায় রাজধানীর পুরান ঢাকা জজকোর্টের পাশে শনি মন্দির সংলগ্ন-ঢাকা আইনজীবী সমিতির বার এর সাথে খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পটি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা উপলক্ষে আয়োজন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ এর পক্ষ থেকে।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে যেসকল চিকিৎসা সেবা প্রদান দেওয়া হবে- মেডিসিন বিভাগ, চক্ষু বিভাগ, প্রসূতি স্ত্রী বিভাগ, নাক কান গলা বিভাগ, অর্থোপেডিক বিভাগ, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ, পেইন ক্লিনিক ও অ্যানেস্হেসিয়া, প্লাস্টিক সার্জারি বিভাগ সহ বিভিন্ন বিশেষজ্ঞ প্রফেসর ও ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান করা হয়, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে প্রায় ৩ থেকে ৪০০ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও শুভেচ্ছা বক্তব্যে মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করায় মাননীয় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান ও সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নাম ইতিহাসে কলঙ্কজনকভাবে লেখা থাকবে, নির্বাচন নিয়ে কেউ কোন প্রকার সড়যন্ত্র করলে বিএনপি নয় জনগণ তাদের প্রতিহত করবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন, ভোটাঅধিকার প্রয়োগ করার জন্য দেশের মানুষ ১৬ বছর ধরে অপেক্ষা করছে এবং একোই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন তারা যেন শক্ত হাতে অত্র-এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করেন প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি, তিনি আরো বলেন বিএনপি প্রতিদ্বন্দিতামূলক নির্বাচনে অংশগ্রহণ আগ্রহী বলে আশা ব্যক্ত করেন এবং মীর নেওয়াজ আলী নেওয়াজ আরো বলেন অত্র এলাকার যে কোন সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে সুবিধা-অসুবিধা আমি আপনাদের পাশে থাকবো এবং আপনারা আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থেকে সকল উন্নয়নমূলক কর্মকান্ডের কাজের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন এবং আমি আপনাদেরই সন্তান আমাকে সবসময় আপনাদের কাছে পাবেন যেকোনো সময়, তিনি আরো বলেন অত্র এলাকাবাসী কাছে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এবং হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মীর নেওয়াজ আলী।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পটি তত্ত্বাবধায়নে পরিচালনা করেন কাউসার আহাম্মেদ জজ্ সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কোতোয়ালি থানা বিএনপি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, আবদুল আজিজ সাহাবুদ্দিন যুগ্ম আহ্বায়ক ছাত্রদল কোতোয়ালি থানা, আরমান হোসেন বাদল লালবাগ থানা বিএনপি নেতা সহ আরো অনেক।

আরও খবর

Sponsered content