প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ৪:৫৬:০৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে সোমবার (১১ আগস্ট) থেকে।
রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে সকাল ১০টায় অ্যাকাডেমিক প্রাঙ্গণে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, উপাচার্য, ট্রেজারার, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।
ওরিয়েন্টেশন পর্বে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম, নিয়ম-কানুন এবং বিশ্ববিদ্যালয় পরিচিতি সম্পর্কে অবহিত করা হবে।
ওরিয়েন্টেশন পর্বের পর নির্ধারিত রুটিন অনুযায়ী তাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।
নতুন শিক্ষাবর্ষে আধুনিক শিক্ষাক্রম, প্রযুক্তিনির্ভর পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও গবেষণামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।