বিরতির পর আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু - Nobboi News 24 | Nobboi News 24 |
অর্থনীতি

বিরতির পর আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

               

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ৫:১০:১৮ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীসহ সারা দেশে নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রি রোববার (১০ আগস্ট) শুরু হয়েছে।

টিসিবির প্রতিটি প্যাকেজে রয়েছে দুই লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), এক কেজি চিনি (৮০ টাকা) ও দুই কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা)।

প্যাকেজের দাম ৪৫০ টাকা।
প্রথম দিন রাজধানীতে ৬০ স্থানে, আর সারা দেশে মোট ১২৮টি ট্রাকে এই পণ্য বিক্রি হয়। প্রতিটি ট্রাকে ৫০০ জনের জন্য পণ্য বরাদ্দ ছিল।

বাজারে যেখানে লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৮৯, সেখানে ট্রাকে মিলছে ১১৫ টাকায়। দুই লিটারে সাশ্রয় ১৪৮ টাকা।

সঙ্গে দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি মিলিয়ে মোট সাশ্রয় প্রায় ৩০০ টাকা। সংসারের টানাপড়েনে এই সাশ্রয় নিম্ন আয়ের মানুষের জন্য অনেক বড় স্বস্তি।

বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই দীর্ঘ লাইন পড়ে যায় এবং গড়ে তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় সব পণ্য শেষ হয়ে যায়। কোথাও কোথাও ভিড় ও অপেক্ষার কারণে অনেকে মাঝপথেই ফিরে যান।

শান্তিনগরে টিসিবির পণ্য সংগ্রহ করে ঘরে ফেরার পথে এমনটাই জানালেন শান্তিবাগের বাসিন্দা মোমেনা খাতুন। সেগুনবাগিচা বাজারের সামনে পণ্য বিক্রি করছিলেন রিনি এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি মো. লিটন।

আরও খবর

Sponsered content