রাঙামাটিতে মিথ্যা মামলা ও বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Nobboi News 24 | Nobboi News 24 |
জেলার খবর

রাঙামাটিতে মিথ্যা মামলা ও বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

               

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ৮:২৭:৩৭ প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টার:

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার আমানতবাগ এলাকার বাসিন্দা মনিকা আক্তার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, রাজনৈতিক প্রতিহিংসা ও অসৎ চাঁদাবাজ চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি ও তাঁর পরিবার বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে মনিকা আক্তার জানান, সাবেক স্বামী মোস্তাফিজুর রহমান সেলিমের কাছ থেকে দানপত্রের মাধ্যমে পাওয়া বসতভিটাটি কিছু অসৎ রাজনৈতিক নেতা ও তার সাবেক স্বামীর পরিবারের সদস্যদের সহায়তায় জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে। চাঁদা না দেওয়ার কারণে তাকে বিভিন্নভাবে হুমকি, হয়রানি এবং শেষ পর্যন্ত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন।

মনিকা বলেন,”২০২৫ সালের ২৭ মে আমি আমার ছেলে-মেয়েকে নিয়ে রাঙামাটিতে গিয়ে বাড়ির রেজিস্ট্রি সংক্রান্ত কাজে গেলে বিএনপি’র কয়েকজন নেতা ও আমার সাবেক স্বামীর পরিবারের কিছু সদস্য মিলে আমাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। সেলিনা আক্তার নামের এক নারী নাটক সাজিয়ে পুলিশের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়। পরে পুলিশ এসে আমাকে ও আমার সন্তানদের থানায় নিয়ে যায়। একদিন পর আমাকে একটি রাজনৈতিক মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়।”

তিনি আরও জানান, এই মিথ্যা মামলার পেছনে রাজনৈতিক প্রভাব ও উদ্দেশ্য রয়েছে। তার ওপর চাপ সৃষ্টি করে পুলিশকে দিয়ে মামলা দায়ের করানো হয়েছে, যেখানে তার কোনো দোষ নেই।

মনিকা আক্তার একজন মিডিয়াকর্মী হিসেবেও পরিচিত। তিনি বলেন,”আমি চাই, দেশবাসী আমার কণ্ঠ শুনুক। আমার পরিবারের নিরাপত্তা ও ন্যায্য বিচার এখন রাষ্ট্রের কাছেই প্রার্থনা করছি।”

সংবাদ সম্মেলনে তার দাবি ছিল: তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, দখল হয়ে যাওয়া তার বৈধ সম্পত্তি তাকে ফিরিয়ে দিতে হবে, তিনি ও তার সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মনিকা আক্তার সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মানবাধিকার সংগঠনসহ দেশের সব গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা তুলে ধরার জন্য আহ্বান জানান।

আরও খবর

Sponsered content