জাতীয়

গাউছিয়া এক্সপ্রেসের চাপায় নারীর মৃত্যু, হেলপার আটক

               

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১১:৪৪:২২ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজার মুরগিপট্টি এলাকায় গাউছিয়া এক্সপ্রেস নামের একটি বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক ওই বাসের হেলপার জীবনকে (১৬) আটক করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই বাসের হেলপার জীবন জানায়, গাড়ির ড্রাইভার আকাশ আমাকে গাড়িটি দিয়ে বলে, সামনে সার্জেন্ট আছে, গাড়িটা সাইড কর। এরপর আমি গাড়ি একটু সামনে এগোতেই বাসের পাশ দিয়ে যাওয়ার সময় চাপা পড়ে ওই নারী। আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানা পুলিশকে জানিয়েছি। এই ঘটনায় ওই বাসের হেলপার আমাদের ক্যাম্পে আটক রয়েছে।

আরও খবর

Sponsered content