প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ৬:৩৯:২৩ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন অন্তত ৫০ জন। উত্তরকাশী জেলার ধরলি গ্রামে মেঘভাঙা বৃষ্টির পর এই বিপর্যয় ঘটে।
স্থানীয় প্রশাসনের বরাতে এএনআই জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন, ভেসে গেছে ৪০-৫০টি বাড়ি। নিখোঁজ রয়েছেন ৫০ জনের বেশি। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, তার চোখের সামনে একের পর এক হোটেল-রিসোর্ট ভেসে গেছে, অথচ আগে থেকে কোনো সতর্কতা ছিল না। ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড পানির তোড়ে ধসে পড়ছে ঘরবাড়ি ও স্থাপনা।
ধারণা করা হচ্ছে, পর্যটননির্ভর ধরলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বহু হোটেল ও রেস্তোরাঁ ছিল।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্যা ও ভূমিধসে একটি সেনা ক্যাম্প ও উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক প্রকাশ করেছেন এবং দুর্গতদের সহায়তার নির্দেশ দিয়েছেন।