আইন-আদালত

আদালতে দাঁড়িয়েই স্বজনদের খোঁজ-খবর নিলেন পলক

               

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ৭:৫৫:৪৫ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :
গত বছরের জুলাই আন্দোলনের সময় ফরিদ আহমেদ হত্যা ও আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা দুটি নতুন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে, পুলিশের সাবেক উপ-কমিশনার মো. শহিদুল্লা এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান-কেও গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ পুলিশের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পলকসহ অন্যান্য আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টায় তাদের মাথায় হেলমেট, হাতে হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এজলাসে তোলা হয়। এই সময় পলক উপস্থিত আত্মীয়-স্বজনদের দেখে মাথা নাড়িয়ে কুশল বিনিময় করেন, তবে অন্য আসামিরা মাথা নিচু করে ছিলেন।

তবে কাঠগড়ায় দাঁড়ানোর পর হেলমেট খুলে দেওয়া হলে পলক তার আইনজীবীর সঙ্গে মামলার বিষয়ে খোঁজখবর নেন। এসময় এক আত্মীয়কে দেখে ইশারায় কুশল জানতে চান এবং উপস্থিত আইনজীবীদের পরিবারের খবর নেন। এরপর সকাল ১০টা ৪২ মিনিটে বিচারক এজলাসে আসেন এবং শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে আবারও কঠোর নিরাপত্তায় তাদের সিএমএম হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

পলক ও মনিরুলের মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের ওপর মিছিলে অংশ নেন ফরিদ আহমেদ। এসময় আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন এবং পরের দিন হাসপাতালে মারা যান। এই ঘটনায় গত ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টার মামলার অভিযোগে বলা হয়,গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হন আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি গত ২৪ মার্চ আদালতে এই মামলাটি দায়ের করেন।

গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করে পুলিশ। এ বছরের ২১ এপ্রিল ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে ৯ ফেব্রুয়ারি রোববার ভোররাতে রাজধানী রমনা থেকে আটক করা পুলিশের সাবেক উপ-কমিশনার মো. শহিদুল্লাহকে। এছাড়া যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গত বছরের ১৭ সেপ্টেম্বর গ্রেফতার করেছে পুলিশ।

আরও খবর

Sponsered content