প্রতিনিধি ৬ আগস্ট ২০২৫ , ৬:৪৯:২৪ প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক :
অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ তুললেন ভারতীয় অভিনেত্রী সারা খান। তিনি জানান, তাকে কোনও ন্যূনতম সুযোগ-সুবিধাও দেওয়া হয়নি।
যথোপযুক্ত নিরাপত্তাও পাননি এই অভিনেত্রী।
সারা বলেন, আমি প্রায় ১৮ বছর ধরে কাজ করছি এবং এটি আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। ২ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। যে শহর আমার সবসময় ভালোবাসার। সেখানে আমাকে সবসময় ভালোভাবে স্বাগত জানানো হয়েছে। তবে, এবার অনুষ্ঠানের আয়োজকরা আমার নিরাপত্তা, কোনও আতিথেয়তা এবং প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি।
কারও নাম উল্লেখ না করে সারা বলেন, তারা আমাকে না জানিয়ে হোটেল পরিবর্তন করে একটি অজানা জায়গায় বসিয়ে রেখেছিলেন। যেখানে আমি কারও কাছ থেকে কোনও সাহায্য পাইনি। আমার কাছে শুধু গাড়ি এবং ড্রাইভার ছিল। যা আমার মোটেও পছন্দ ছিল না।
এ অবস্থায় অনুষ্ঠানে অংশ নিতে না চাওয়ায় নাকি হুমকিও দেওয়া হয়। অভিনেত্রী বলেন, আমি অনুষ্ঠানটি করতে অস্বীকার করলে, তারা আমার টিমকেও হুমকি দিতে থাকে। আমাকে বাধ্য হয়ে ফ্লাইট বুক করতে হয়েছিল, নিজেকে এবং আমার টিমকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়েছিল।
সারা তার ভক্তদের কাছেও ক্ষমা চেয়েছেন, যারা দীর্ঘক্ষণ তার অনুষ্ঠান দেখার জন্যে অপেক্ষা করেছিলেন। ‘অনুষ্ঠানে যারা আমার জন্য অপেক্ষা করছিলেন, তাদের সকলের কাছে আমি ক্ষমা চাইছি। আমি সত্যিই খুব দুঃখিত’- যোগ করেন সারা।