এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা বিসিবির, আছেন শান্ত-সৌম্য - Nobboi News 24 | Nobboi News 24 |
খেলাধুলা

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা বিসিবির, আছেন শান্ত-সৌম্য

               

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৫ , ৬:১৪:৩৫ প্রিন্ট সংস্করণ

 

ক্রীড়া প্রতিবেদক :

এশিয়া কাপের বাকি আর মাত্র এক মাস। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই।

আসন্ন আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড।
এই স্কোয়াডে জায়গা পেয়েছেন সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজে দল থেকে বাদ পড়া সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। আছেন আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচে অংশ নেওয়া পাঁচ ক্রিকেটার—নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম শেখ ও হাসান মাহমুদ।

প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে আগামী ৭ আগস্ট (বুধবার) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প।

এশিয়া কাপে অংশ নেওয়ার আগে প্রস্তুতি হিসেবে একটি আন্তর্জাতিক সিরিজও খেলবে বাংলাদেশ। ২০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। যদিও এখনো সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বিসিবি, তবে জানা গেছে সব ম্যাচই হবে সিলেটে।

প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে বিসিবির পক্ষ থেকে।

২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভির ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।

আরও খবর

Sponsered content