বৃষ্টি ঝরবে, কমবে দিনের তাপমাত্রা - Nobboi News 24 | Nobboi News 24 |
আবহাওয়া

বৃষ্টি ঝরবে, কমবে দিনের তাপমাত্রা

               

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ৭:৫০:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :
বর্ষার এই শেষভাগে এসে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশে আগামী তিন-চার দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাতে ঢাকায় ভারি বৃষ্টির পর সোমবার রাজধানীর আকাশ মেঘলা দেখা গেছে। কোথাও-কোথাও হালকা বৃষ্টি ঝরেছে। রাতের ভারি বৃষ্টিতে জলাবদ্ধতাও তৈরি হয়েছে কিছু কিছু জায়গায়।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান সকালে নব্বইনিউজকে বলেন, “সোমবার ভোর ৬টা পর্যন্ত গেল গেল ২৪ ঘন্টায় ঢাকায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যাকে ভারি বৃষ্টিপাত বলা যায়।

“দেশের সব জায়গাতেই আগামী তিন-চার দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ভারি বৃষ্টি না হলেও এই কয়েকদিন দিনে একবার বা দুইবার বৃষ্টি হবে।”

কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটিকে অতি ভারি বৃষ্টিপাত বলে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও খবর

Sponsered content