প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ৯:৪২:২৪ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একটি দোকানের গুদাম থেকে প্রায় আড়াই লক্ষাধিক টাকার নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী ও বিভিন্ন জাল জব্দ করাসহ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (০৩ আগস্ট) উপজেলার পাড়েরহাট বাজারে দুপুর ৪ টা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী।
এসময় দেশীয় মাছ রক্ষায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৬৩ টি নতুন চায়না দুয়ারী জাল, ৫ টি বেড় জাল, ২ টি কারেন্ট জাল ও ২ টি বুসনা জাল জব্দ করা হয় ও পরবর্তীতে উপজেলা পরিষদের মাঠে জনতার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ আইনুল নিশাত, ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন সহ পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাড়েরহাট বাজারে অভিযান চালাই এসময় রেদোয়ান নামে এক ব্যবসায়ীর দোকানের একটি গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল সহ বিভিন্ন জাল উদ্ধার করে জনতার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।