প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ১১:২৫:২৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
নতুন বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টায় সমাবেশ শুরুর কথা ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। কিন্তু বিকেল ৫টায়ও আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু করতে পারেনি তারা। দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় শীর্ষ নেতারা এখনো সমাবেশস্থলে না আসায় সমাবেশ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।
রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু না হলেও বিকেল ৩টার পর থেকে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। এসময় বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। প্রতিটি মিছিলে ৫০ থেকে ১০০ জনের মতো উপস্থিতি দেখে গেছে।
কিশোরগঞ্জ থেকে আসা দলটির এক নেতা বলেন, ৩টা থেকে সমাবেশস্থলে এসে বসে আছি। কখন শুরু হবে এখনো বলতে পারছি না। সম্ভবত আরও লোকজন এলে সমাবেশ শুরু হবে।
এদিকে, আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু না হওয়ায় শহীদ মিনারে জনসমাগমও কিছুটা কম দেখা গেছে। অধিকাংশ নেতাকর্মীকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেট ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।