শহীদের ভাইয়ের বক্তব্য দিয়ে এনসিপির সমাবেশ শুরু - Nobboi News 24 | Nobboi News 24 |
রাজনীতি

এনসিপির সমাবেশ শুরু

শহীদের ভাইয়ের বক্তব্য দিয়ে এনসিপির সমাবেশ শুরু

               

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ১১:৪৫:২৮ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :

জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্য দিয়ে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়।

শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল বলেন, আমার ভাই জীবনের বিনিময়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ। আমি চাই, এভাবে আর কোনো ভাই তার আদরের টুকরা ভাইকে না হারাক, কোনো মায়ের বুক খালি না হোক, বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক।

এদিকে, সমাবেশস্থলে ইতোমধ্যে রাজধানী ও বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। শহীদ মিনার প্রাঙ্গণে বড় আকারের কয়েকটি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিওচিত্র।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে তারা ২৪ দফা বিশিষ্ট একটি ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবেন, যেখানে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাসনীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোসহ নানা বিষয় উঠে আসবে।

নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি শহীদদের স্বপ্ন বাস্তবায়নের শপথ।

আরও খবর

Sponsered content