জাতীয়

কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু

               

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ৯:৪৩:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :

আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইনে যোগদানের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন। বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতারাও উপস্থিত হন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আরও খবর

Sponsered content