আবহাওয়া

ঢাকায় দিনভর বৃষ্টির আভাস

               

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৫ , ৬:০৪:১১ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দেশজুড়ে ভারী থেকে অতিভারী বর্ষণ হয়েছে। আজও ঢাকায় থেমে থেমে সারাদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১ আগস্ট) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা নব্বইনিউজকে বলেন, এখন ফুল মনসুন (বৃষ্টির ভরা মৌসুম)। শ্রাবণ মাসের শেষার্ধে বৃষ্টিটা বেশি থাকতে পারে। আজ ঢাকায় দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়। ঢাকায় বৃষ্টি হয়েছে ৩০ মিলিমিটার।

আজ ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হতে পারে।

আরও খবর

Sponsered content