প্রতিনিধি ৩১ জুলাই ২০২৫ , ১১:০৪:৩২ প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুররে শবিচরে পদ্মা রলেলাইন সংযোগ প্রকল্পে ভূমি অধগ্রিহণরে প্রক্রয়িায় র্দুনীতি ও সরকারি র্অথ আত্মসাতরে অভযিোগে সাবকে দুই জলো প্রশাসকসহ ১৩ জনরে বরিুদ্ধে অনুসন্ধানে নমেছেে র্দুনীতি দমন কমশিন (দুদক)।
মঙ্গলবার (২৯ জুলাই) দুদকরে মাদারীপুর সমন্বতি জলো র্কাযালয় থকেে জলো প্রশাসকরে র্কাযালয় এবং অভযিুক্তদরে কাছে এ সংক্রান্ত নোটশি পাঠানো হয়।
সূত্র অনুসার,ে পদ্মা সতেু রলে সংযোগ প্রকল্পরে আওতায় ভূমি অধগ্রিহণে অনয়িমরে মাধ্যমে বপিুল অঙ্করে টাকা আত্মসাৎ করা হয়ছে-েএমন অভযিোগরে ভত্তিতিে দুদক অনুসন্ধান শুরু করছে।ে
এই অভযিোগ তদন্তে দুদক মাদারীপুর র্কাযালয়রে সহকারী পরচিালক আখতারুজ্জামানকে প্রধান করে এবং সহকারী পরচিালক মো. সাইদুর রহমান অপুকে সদস্য করে একটি অনুসন্ধান দল গঠন করা হয়ছে।ে দুদক আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং বধিমিালা, ২০০৭-এর ৮নং বধিরি আলোকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থা গ্রহণরে নর্দিশে দওেয়া হয়ছে।ে
অনুসন্ধান টমি যাদরে বরিুদ্ধে তথ্য চয়েে নোটশি পাঠয়িছে,ে তারা হলনে, সাবকে জলো প্রশাসক মো. ওয়াহদিুল ইসলাম, সাবকে জলো প্রশাসক ড. রহমিা খাতুন, সাবকে অতরিক্তি জলো প্রশাসক সয়ৈদ ফারুক আহম্মদ, সাবকে অতরিক্তি জলো প্রশাসক জোটন চন্দ্র, সাবকে ভূমি অধগ্রিহণ র্কমর্কতা মো. সাইফুদ্দনি গয়িাস, মোহাম্মদ সুমন শবিলী, প্রমথ রঞ্জন ঘটক, আল মামুন, মো. নাজমুল হক সুমন, জলো প্রশাসক র্কাযালয়রে ভারপ্রাপ্ত কানুনগো মো. নাসরি উদ্দনি, মো. আবুল হোসনে, রজোউল হক, কালক্টেরটে রর্কেড রুমরে রর্কেড কপিার মানকি চন্দ্র মণ্ডল।
দুদক র্কমর্কতা আখতারুজ্জামান সাংবাদকিদরে জানান, উক্ত প্রকল্পে সরকারি র্অথরে অপব্যবহার ও র্দুনীতরি সুনর্দিষ্টি অভযিোগরে প্রক্ষেতিে প্রাথমকি অনুসন্ধান শুরু হয়ছে।ে তদন্তে সত্যতা মলিলে পরর্বতী আইনানুগ ব্যবস্থা নওেয়া হব।