প্রতিনিধি ৩০ জুলাই ২০২৫ , ৪:০৬:১১ প্রিন্ট সংস্করণ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চিলমারীতে জোবায়ের হত্যার আসামী গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নিহতের পিতা ও এলাকাবাসীর উদ্দ্যোগে উপজেলা গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজও কোন আসামী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী সহ নিহতের পরিবার ক্ষোভ প্রকাশ করেছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন মানববন্ধনকারীরা। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার না করায় প্রশাসনের রহস্যজনক ভূমিকার অভিযোগ জানিয়েছেন নিহতের পরিবার। সেই সাথে আসামীদের জরুরী গ্রেফতারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, গত ১৭ জুলাই, ২০২৪ইং তারিখে অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হলে রাতেই পুলিশের সাড়াশি অভিযানে গ্রেফতার এড়াতে জোবায়ের গ্রামের বাড়ি চিলমারী সদরের মন্ডল পাড়ায় আসেন। পরদিন তার বন্ধু রাতে সুকৌশলে চিলমারী নৌ-বন্দরের রমনা ঘাট এলাকায় নিয়ে হত্যা করে পল্টুনের নীচে ফেলে দেয়। নিহতের পিতা আব্দুল জলিল আমিন বাদী হয়ে সাইনান স্বচ্ছ (২১) পিতা- ফজলুলহক, ও ইউসুফ আহম্মেদ জায়েদ (২১) পিতা- আব্দুর রাজ্জাক সহ ৬/৭জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নম্বর: ৬, জিআর ৫২/২৪(চিলঃ)।
জোবায়ের হত্যার ১ বছর পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে অদ্যাবধি কোন আসামী গ্রেফতার হয়নি। নিহতের পিতা আব্দুল জলিল আমিন বলেন, আসামী গ্রেফতারের জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছে যোগাযোগ করেও তাদের কোন তৎপরতা লক্ষ করা যায়নি। উল্লেখ্য যে, চিলমারী মডেল থানায় মামলাটি হলেও ঘটনার স্থান নৌ বন্দর এলাকায় হওয়ায় নৌ-বন্দর পুলিশ ফাড়ি তদন্তের দায়িত্ব পান। কিন্তু রহস্যজনক কারণে কোন প্রকার তদন্ত না হওয়ার খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হলে পুলিশ প্রশাসন তৎপর হয়।
পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি গত ডিসেম্বর/২৪ সালে পিবিআই এর কাছে হস্তান্তর করা হলেও এ পর্যন্ত কোন অগ্রগতি হয়নি। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন(পিবিআই) এর সাব ইন্সপেক্টর সায়েম এ প্রতিনিধিকে জানান মামলার ময়না তদন্ত ও ভিসেরা রিপোর্ট কুড়িগ্রামে এসেছে। মামলার তদন্তের জন্য রিপোর্টটি হাতে পেলে আইনগত ব্যাবস্থা নিবে। কেন আসামি গ্রেপ্তার হচ্ছে না অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান আসামি গ্রেপ্তারের জোড় তৎপরতা চলছে।
এ সময় উক্ত মানববন্ধনের সময় উপজেলা গেটের সামনের উত্তর দক্ষিণের রাস্তা ব্লক করে দিয়ে মানববন্ধকারীরা চিলমরীর আপমর জনসাধারণ অংশগ্রহন করেন। মানববন্ধন এ আরো বক্তব্য রাখেন নিহত জোবায়ের আমিন এর ভাই জিয়াউর রহমান জিয়া , আবু সাঈদ হোসেন পাখি, আশরাফুল ইসলাম বকুল, তাইবুর রহমান প্রমূখ।
বক্তাগণ ২৪ ঘন্টার মধ্যে হত্যার আসামীদের গ্রেফতার করে দ্রুত বিচারট্রাইব্যুনালের আওতায় আনার দাবী জানান। তা না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি পালনের ঘোষনা দেন।