জেলার খবর

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ১০:৪৭:৩৫ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫”-এর অংশ হিসেবে হতদরিদ্র, অসহায় ও দুস্থ নারী সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আরডিআরএস বাংলাদেশ-এর কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় পীরগঞ্জ ইউনিয়ন ফেডারেশনের ৪০ জন নারী সদস্যকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদান করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পীরগঞ্জ উপজেলার আরডিআরএস অফিস প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। এটি শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং ফল, ঔষধি উপাদান ও জ্বালানি কাঠসহ মানুষের নানাবিধ প্রয়োজন মেটায়। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই।”
চারা বিতরণ শেষে ইউএনও রকিবুল হাসান নিজ হাতে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়োজক সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর কর্মকর্তারা জানায়, এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content