প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৯:২৫:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
ড. মাসুদ রানা খান বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া সংযুক্ত ছিলেন।
ঢাকা শিক্ষা বোর্ডের নতুন বিদ্যালয় পরিদর্শক হিসেবে প্রেষণে নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা খান। একইসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক কাজী ফয়জুর রহমানকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।
রোববার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
একই প্রজ্ঞাপনে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে নতুন কলেজ পরিদর্শক পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক এস.এম আরিফুর রহমান। এই পদে থাকা অধ্যাপক প্রাণেশ রঞ্জন রায়কে ওএসডি করে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।