জেলার খবর

উত্তরা পাবলিক লাইব্রারি সংবর্ধনা পেল ৬২ কৃতি শিক্ষার্থী

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২৫ , ৭:৩৮:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :
‘ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি’—এই মূল প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হলো উত্তরা পাবলিক লাইব্রারি আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫।
রবিবার বিকেলে উত্তরা ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাব লিমিটেডের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ উত্তরাসহ বিভিন্ন এলাকার ৬২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্লাব লিমিটেডের চেয়ারম্যান ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এনামুল হক। তিনি বলেন, “নৈতিকতা না থাকলে মানুষের মধ্যে মনুষ্যত্ব জন্ম নেয় না। তাই শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতাও জরুরি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. শাহনওয়াজ দিলরুবা খান, বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং আর আর ফ্যাশন লি. এর চেয়ারম্যান এবিএমএ রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল লায়ন নিশাত পারভীন হক এবং মেরিন অফিসার আব্দুল্লাহিল মারুফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। তিনি বলেন, “লাইব্রেরির মাধ্যমে আলোর শতদল গড়ার প্রয়াস অব্যাহত রয়েছে। বর্তমানে আমাদের লাইব্রেরিতে ২০ হাজার বই রয়েছে, আমরা এটি এক লক্ষে উন্নীত করতে চাই।”
অনুষ্ঠানে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আরও খবর

Sponsered content