প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ৫:১০:৪৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :
লাভজনক ও ভালো বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্ট মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে মঙ্গলবার (২২ জুলাই) বিএসইসি থেকে জানানো হয়েছে। পুঁজিবাজারের উন্নয়নে গত ২১ জুলাই প্রধান উপদেষ্টা পুঁজিবাজারে লাভজনক ও ভালো মৌল ভিত্তি সম্পন্ন সরকারি কোম্পানিগুলোকে তালিকাভুক্তির বিষয়ে নির্দেশনা দেন।
বিএসইসি থেকে জানানো হয়েছে, রেল ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মু. মোহসিন চৌধুরী অংশগ্রহণ করেন। বৈঠকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি কোম্পানিসমূহকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে আনার বিষয়ে আলোচনা হয়েছে।
বিএসইসি আরও জানায়, দেশের পুঁজিবাজারকে আরও প্রাণবন্ত ও শক্তিশালী রূপ দিতে ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিএসইসি মনে করে। এরই ধারাবাহিকতায় বিএসইসির প্রচেষ্টা ও উদ্যোগের ফলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের লাভজনক ও ভালো কোম্পানিগুলোর পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির পথ সুগম করতে করণীয় বিষয়েও আলোচনা হয়েছে।
গত ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সভাপত্বিত্বে বৈঠকে বিএসইসির চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা পুঁজিবাজারের উন্নয়নের বিষয়ে বেশকিছু নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক এরই মধ্যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে বিএসইসি।