প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ৩:২৯:২৫ প্রিন্ট সংস্করণ
মোঃ রাজিব উদ্ দৌলা চৌধুরী :
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান আজ কাস্টমস হাউস, বেনাপোল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাস্টমস হাউস, বেনাপোলের কার্গো ইয়ার্ড, কার্গো ভেহিকল স্ক্যানিং এবং আন্তর্জাতিক চেকপোস্টের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শনকালে যাত্রী সেবার মান উন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কাস্টমস হাউস, বেনাপোল’র কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভার শুরুতে মাইলস্টোন ট্রেজেডির সকল নিহতের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন। সভায় রাজস্ব আদায় কার্যক্রমসহ অন্যান্য দাপ্তরিক বিষয় যেমন ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় দ্রুত পণ্য খালাসকরণ, নিবারণ মূলক কার্যক্রম, আমদানি নীতি আদেশ পরিপালন, অটোমেশন এবং বাণিজ্য সহজীকরণ কার্যক্রমে মনোযোগ দিতে বলেন। এসময় তিনি বিভিন্ন শেডে রাখা নিলাম এবং ধ্বংসযোগ্য পণ্যের দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর এবং কাস্টমস হাউস, বেনাপোল স্থলপথে ট্রেড ফ্যাসিলিটেশনের কেন্দ্র-বিন্দু। আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় পণ্য দ্রুত খালাসকরণের মাধ্যমে ব্যবসায়ীদের বাণিজ্য সহজীকরণের বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। একই সাথে ব্যবসায়ীদের যেন কোনো বিড়ম্বনা না হয় এবং আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রী সেবার মান উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি, দেশের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার বিশেষ করে আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, বন্দর কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টমস হাউস, বেনাপোল নিরবিচ্ছিন্নভাবে বন্দরের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। দেশ ও রাষ্ট্রকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বন্দরের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে নির্দেশণা প্রদান করেন। তিনি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের প্রশ্নের জবাব প্রদান করেন। কাস্টমস হাউস, বেনাপোল এর সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাস্টমস ও ভ্যাট সদস্য প্রশাসন মোঃ মোয়াজ্জেম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।