জেলার খবর

চিলমারীতে বালাড়াবাড়ি হাট ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন কাজে ব্যাপক অনিয়ম

  প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ২:৪৫:৪২ প্রিন্ট সংস্করণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ীহাট ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইডিপি-৪ প্রকল্পের সীমানা প্রাচীর ও প্রধান গেট নির্মাণ কাজে নিম্নমানের ইট, খোয়া, সিমেন্ট ও রড ইত্যাদি সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী কাজের শুরু থেকে বাধা প্রদান করে আসছিলো, কিš‘ নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাইরুল এন্টারপ্রাইজ উক্ত কাজের জন্য ¯’ানীয় জনৈক ঠিকাদার ওরায়েছ আলীকে দিয়ে ¯’ানীয় প্রভাব খাটিয়ে তার নিজ ভাটার নিম্নমানের ইট, খোয়া ও স্টিমেট অনুযায়ী রড ব্যবহার না করে সীমানা প্রাচীরের পিলার, বীম তৈরী ও গাথুনিতে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষণ সহ এলাকাবাসীর কোনো অভিযোগ তোয়াক্কা না করে চালিয়ে যান। উক্ত নিম্নমানের কাজে এলাকাবাসী প্রতিবাদ করলে এলাকাবাসীকে চাঁদাবাজীর অভিযোগের ভয়দেখিয়ে মামলা করার হুমকি দেন ঠিকাদার ওরায়েছ আলী। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক অভিযোগ করেন, দেয়ালটি স্কুলের জমির প্রায় ৫ ফিট ভেতর দিয়ে কাজ করার কারনে প্রায় ৪ শতক জায়গা বেদখল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং উপজেলা প্রসাশনকে বিষয়টি অবহিত করলে উপজলো নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক তাৎক্ষণিকভাবে বিদ্যালয়টির নির্মাণ কাজ পরিদর্শনে গেলে স্কুলের প্রধান গেট ও সীমানার প্রাচীরের অনিয়নগুলো দেখতে পান এবং কাজটি বন্ধ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেন।
অপরদিকে উপজেলা প্রকৌশলী নিজের গাফিলতিকে ঢাকার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খাইরুল এন্টারপ্রাইজকে গত ১৭/৭/২০২৫ ত্রুটিপূর্ন কাজ করার অভিযোগে দায় সারাভাবে চিঠি প্রদান করলেও উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান কোনরুপ তোয়াক্কা না করেই নিজের খেয়াল খুশিমত কাজ চালিয়ে যা”েছন। ফলে বিদ্যালয়টির নির্মান কাজের মান নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস খাইরুল এন্টারপ্রাইজ এর সংগে ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তা সম্ভব হয়নি। উল্লেখ্য এবিষয়ে ওয়ারেছ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী এ প্রতিনিধিকে জানান আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে অবহিত করার পরও অফিসকে তোয়াক্কা না করে তারা কাজ চালিয়ে আসছিলেন।

আরও খবর

Sponsered content