খেলাধুলা

শেরে বাংলায় এক পশলা বৃষ্টি, মাঠ শুকানোর কাজ চলছে

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ১০:৫৯:৫৬ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া প্রতিবেদক :

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শেরে বাংলা স্টেডিয়ামে গড়াবে এই ম্যাচ।

এই ম্যাচ বাংলাদেশের সামনে আছে ইতিহাস গড়ার হাতছানি। পাকিস্তানের বিপক্ষে আগে কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ।

সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে টাইগাররা। এর মধ্যে ২০১৫ ও ২০১৬ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে শেরে বাংলায় পাকিস্তানকে হারিয়েছিল লাল-সবুজ বাহিনী। আর টাইগারদের সর্বশেষ জয়টি গত রোববার শেরে বাংলায়।

এবার সিরিজ জয়ের পালা। তবে এই ম্যাচে বাধা দিতে পারে বৃষ্টি। বর্ষাকাল চলে। সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা আছে।

এরই মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গেছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বৃষ্টি যদিও থেমেছে। এখন মাঠ শুকানোর কাজ চলছে।

আরও খবর

Sponsered content