রাজনীতি

৪১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার হাজি লিয়াকত আলী নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৫ , ১২:৩২:২০ প্রিন্ট সংস্করণ

 

জাহিদুল আলম :

গত ২১ জুলািই টিপুসুলতান রোড, ওয়ারী ৪১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলার হাজি লিয়াকত আলী নামে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে আমার নামে ভাড়াটিয়াদের আমি কখনোই তালা মারি নাই বাড়িওয়ালা , জনাব আনোয়ার হোসেন তার ভাড়াটিয়ার নিকট ভাড়া বাবদ একলক্ষ বার হাজার পাঁচ শত টাকা জমিয়ে ফেলে। আনোয়ার ভাই ভাড়া তোলার চেষ্টা করেন, কিন্তু ভাড়াটিয়া না দিলে তিনি নিজ দায়িত্বে নীচ তলায় তালা দিয়ে দিলে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী দলবল নিয়ে তালাটি ভেঙ্গে ফেলে বাড়িওয়ালা আনোয়ার সাহেব আমার সরনাপন্ন হন।আপনাদের জানা প্রয়োজন আনোয়ার সাহেব একজন ক্যান্সার রোগী। মানবিক কারণে তার ডাকে গত ১২ জুন আমি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ একটি ঘরোয়া বৈঠকে ভাড়াটিয়াকে জানানো হয় আগামী ১০ জুলাই-২৫ তারিখে পঞ্চাশ হাজার টাকা এবং ৩০ জুলাই-২৫ তারিখে অবশিষ্ট বাষট্টি হাজার টাকা পরিশোধ করতে হবে। ভাড়াটিয়াও তা মানিয়া নিয়ে অঙ্গিকারাবদ্ধ হন নির্ধারিত তারিখে বকেয়া ভাড়া পরিশোধ করবেন।

কিন্তু পরিতাপের বিষয় ভাড়াটিয়া নির্ধারিত তারিখে কোনো টাকা তো পরিশোধ করেনই নাই বরং মোবাইল ও ধরেন না। এমতাবস্থায় আনোয়ার সাহের আমাকে জানালে আমি আবারও সেখানে যেয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে। সেখানে তার বোনের সাথে কথা বললে তিনি জানান তার ভাই ফোন ধরেন না। তখন আমি বাড়িওয়ালা আনোয়ার সাহেবকে বলি আপনি নীচ তলায় আপনার ঘরের একটি তালা দিয়ে রাখুন। ভাড়াটিয়ার আসলে টাকা দিলেই তালা খুলে দিবেন নিচতলায় তালা দিলে বাড়ির যাতায়ত পথ খোলা থাকে। এবং আজকে রাতের মধ্যেই ভাড়াটিয়াকে আসতে বলার জন্য তার বোনকে বলে আসি।এই সময়কালে এলাকার কতিপয় স্বৈরাচারীর দোসর আমার প্রতিপক্ষ তাদের পেইড মিডিয়া ডেইলী লাইভ নিউজ২৪) কে ডেকে এনে তালার ভিডিও বিস্তৃতভাবে ধারণ করে। প্রকৃত ঘটনার কোন সুনির্দিষ্টভাবে যাচাই বাছাই না করে তাৎক্ষণিক সোশ্যাল মিডিয়া প্রচার করে দেয়। যা সম্পূর্ণ মিথ্যা, বিদ্বেষপূর্ণ মানহানিকর, ভুয়া কারামত্তিক, প্রবন্ধ আকারে প্রকাশ করে। কুচক্রিমহল আমার দীর্ঘকালের সুনাম ও সামাজিক মর্যাদা ইচ্ছাকৃতভাবে বিনষ্ট করতে তা দ্রুত প্রচুর টাকার বিনিময়ে বুস্টিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এতে আমার সুনাম নষ্ট হওয়ায় আমার শুভাকাংগুকী ও এলাকাবাসীর উদ্যোগে আজকের মানববন্ধন তথা প্রতিবাদ কর্মসূচীতে আজ ২১ জুলাই-২০২৫, রোজ সোমবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজের বক্তব্য পেশ করতে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সংক্ষুব্দ এবং উদ্বিগ্ন এই জন্য যে, বিগত ৫ আগস্ট-২০২৪ পরবর্তীকালে কোন নীতি-নৈতিকতা না মেনে তথাকথিত একটি কুচক্রি মহল আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা সংবাদ ও কুৎসা রটাচ্ছে। ৪১নং ওয়ার্ড বাসী এবং আমার শুভাকান্ডকীদের পরামর্শে আমি এই সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করছি যে, আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রচারিত মিথ্যা ও কুরুচিপূর্ণ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যাহার এবং ক্ষমা না চাইলে পরবর্তীতে আমি আমার প্রতিপক্ষদের এবং যারা এই ভিডিও শেয়ার করেছে তাদের সকলের বিরুদ্ধে আইসিটি আইনী পদক্ষেপ নিতে বাধ্য থাকবো।পরিশেষে সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং অনলাইন পোর্টাল-এর সাংবাদিক ভাই-বোনদের কাছে অনুরোধ আপনারা আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আমাকে হেয় করার জন্য ভাইরাল রিপোট এর বিরুদ্ধে আমার বক্তব্য এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচী সফলভাবে প্রচার করে সত্যের পক্ষে থাকবেন এই প্রত্যাশাই করেন।

আরও খবর

Sponsered content