রাজনীতি

প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা : তারেক রহমানের সমবেদনা, দলের নেতাকর্মীদের এগিয়ে আসার নির্দেশ

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৫ , ১১:৩২:৫১ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২১ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় সভার শুরুতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সমবেদনা জানান। সভার শুরুতে তারেক রহমান বলেন, উত্তরায় ভয়াবহ ও মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এমন মৃত্যুর সংবাদ যেন একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে সেজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিমান দুর্ঘটনাস্থলে বিএনপির পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমে অংশ নিতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের যুক্ত হওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি মেডিকেল টিম পাঠানোর নির্দেশনা দেন।

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন স্কুলের হায়দার হল নামের একটি ভবনের ক্যানটিনের ছাদে গিয়ে আছড়ে পড়ে বলে জানা গেছে।

এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত ২০ জনকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এছাড়া আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content