আরও

শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ২:০৫:০১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা: সমালোচনার মুখে ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সব প্রক্রিয়া মেনে ৪২ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

রোববার (২০ জুলাই) শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম
এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগে অ্যাডহক বেসিসে নিয়োগ দেওয়া হয়েছিল ছয় মাসের জন্য। এর মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, সেই জন্য আমরা এটা পুরোটাই বাতিল করে দিয়েছি। এখন আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব, যারা আবেদন করবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

এর আগে ৬৫ চিকিৎসক নিয়োগের বিষয়ে অনিয়মের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে।

আরও খবর

Sponsered content