টিকাটুলি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেপ্তার - Nobboi News 24 | Nobboi News 24 |
রাজনীতি

টিকাটুলি থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপু গ্রেপ্তার

               

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ৯:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা: রাজধানীর সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ প্রকাশ লিপুকে (৪৯) গ্রেপ্তার করেছে শ্যামপুর থানা পুলিশ।

রোববার (২০ জুলাই) ভোর ৬ টার দিকে ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ওয়ারী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু আহম্মেদ প্রকাশ লিপুর বিরুদ্ধে ওয়ারী ও শ্যামপুর থানায় হত্যাচেষ্টা ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content