জেলার খবর

নিহত জাহাঙ্গীর ও তার ছেলে নাহিদের জানাজা সম্পন্ন

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৫ , ৪:৪১:৩৭ প্রিন্ট সংস্করণ

 

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হওয়া কৃষক জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ৩ টার দিকে বাহিরপাড়া নুরানী হাফেজিয়া ও ক্যাডেট মাদরাসা মাঠে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজায় গ্রামবাসী, নিহতের আত্নীয় স্বজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) সকালে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ ওই বিরোধপূর্ণ জমিতে কাজ করার সময় প্রতিপক্ষ মোঃ মান্দার শেখের সহযোগীরা ধারালো অস্ত্রে দিয়ে জাহাঙ্গীর ও তার ছেলে নাহিদকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর শেখ এবং গুরুতর আহত নাহিদ শেখকে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সড়ক পথে ঢাকা পাঠানো হলে বুধবার (১৬ জুলাই) বিকেলে তিনি মারা যান।

লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হত্যাকান্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে। জোড়া হত্যাকান্ডের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content